স্পোর্টস ডেস্কঃ শততম টেস্টের প্রথম দিনে ছিল বাংলাদেশের আধিপত্য, এ কথা বলাই বাহুল্য। দিনেশ চান্ডিমাল ছাড়া লঙ্কানদের কেউই খুব বেশিক্ষণ থিতু হতে পারেননি। দিন শেষে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৮ রান।বুধবার কলম্বোর পি সারা ওভালে বৃষ্টির আশঙ্কায় ৮৩ ওভার এক বলে প্রথম দিনের খেলা শেষ হয়। অধিনায়ক রঙ্গনা হেরাথের সঙ্গে জুটি বেঁধে ব্যক্তিগত ৮৬ রান নিয়ে প্রথম দিনের শেষ পর্যন্ত টাইগারদের বিপক্ষে লড়াই করেন চান্ডিমাল। হেরাথের ব্যক্তিগত সংগ্রহ ১৮ রান।এদিন বাংলাদেশের হয়ে শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। মাত্র ৭ রান করা লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে আউট করেন তিনি। নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে ৫ রানের বেশি করতে দেননি মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার উপুল থারাঙ্গাকেও আউট করেন তিনি। প্রথম সেশন শেষ হবার আগেই নতুন ব্যাটসম্যান আসেলা গুনারত্নেকে আউট করেন শুভাশিস রায়। তবে অপরাজিত ছিলেন দিনেশ চান্ডিমাল।লাঞ্চের পর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে জুটি বেঁধে লড়াই চালিয়ে যান চান্ডিমাল। এই জুটি সংগ্রহ করে ৬৬ রান। এরপর ধনঞ্জয়াকে বোল্ড করেন তাইজুল ইসলাম। এরপর নিরোশান ডিকভেলাকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান চান্ডিমাল। তবে ব্যক্তিগত ৩৪ রানে ডিকভেলা সাকিব আল হাসানের বলে বোল্ড হন। ডিকভেলার পরে নতুন ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরাকে ৯ রানের বেশি করতে দেননি মোস্তাফিজ।