চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবদুস সহিদ মুহিত বলেছেন, শিক্ষা ছাড়া
কোন জাতি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে পারেনা। বিশ্বের দরবারে মাথা উচু করে
দাড়াতে হলে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। একজন শিক্ষার্থীকে
সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকের ন্যায় তার পিতা-মাতারও কর্তব্য
রয়েছে। এ জন্য আমাদের সচেতনা আরো বৃদ্ধি করতে হবে। আ’লীগ সরকার একটি
শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট
আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বক্তব্যের শেষে তিনি সোসাইটিকে একটি
পাঠাগারের যাবতীয় সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করে সমাজের সকল
বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বুধবার বিকেলে ছাতক উপজেলার
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী আইডিয়াল ডেভেলপমেন্ট
সোসাইটির উদ্যোগে মেধাবী ও সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে
শিক্ষা সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো
বলেন। সোসাইটির উপদেষ্ঠা ও ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল নোমানের
সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আল আমিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য
রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল
মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবীদ মাওলানা জালাল উদ্দিন, গোবিন্দগঞ্জ-
সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হুসাইন আহমদ লনি, দিঘলী রাহমানিয়া
মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা এমরান আলী ও মাওলানা মেরাজ উদ্দিন। এসময়
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুরব্বি বদর উদ্দিন, হাজী বদর উদ্দিন,
ইউপি সদস্যা ছাদিকা বেগম, সোসাইটির উপদেষ্ঠা রশিদ আহমদ, ছালিক
আহমদ, সাবেক সভাপতি উমেদ আলী ও আনোয়ার হোসেন, সোসাইটির সাধারণ
সম্পাদক মাইনুদ্দিন, তানভীর আহমদ, নোমান আহমদ, রাসেল আহমদ, নিতাব উদ্দিন,
ছাবের আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন, মাশহুদ আহমদ, আরিফ আহমদ,
জুবায়ের আহমদ, রুবেল মিয়া, আল আমিন, দিলোয়ার হোসেন, প্রবাসী সদস্য
রাশিদ আলী, নজির হোসেন, কাছম আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,
সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ছাইদুল ইসলাম সাঈদ এবং পবিত্র
কোরআন তেলাওয়াত করেন হাফেজ মা’রুফ আহমদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ
এলাকার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজ, গোবিন্দনগর ফাজিল
মাদরাসা, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল
মাদরাসা ও প্রাইমারী স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী ও সুবিধা বঞ্চিত
শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।