মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ জেলা শহরের ঐতিহ্যবাহী দখল হওয়া কাটাখালি
খালটি খনন কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। মুন্সীগঞ্জ শহরকে একটি
পরিস্কার, পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে বিভিন্ন সময়ে দখল হওয়া সরকারী
খালগুলো খনন। পাশাপাশি খালের পাড় বাঁধাই করে সৌন্দর্য বর্ধনের মত নানান
উদ্যোগ গ্রহন করেন। সবুজে সাঁজাই মুন্সীগঞ্জ প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলা
প্রশাসনের উদ্যোগে ১৪ মার্চ মঙ্গলবার সকালে বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা,
বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্ব স্থরের সাধারন মানুষ অংশ গ্রহন করেন।
মুন্সীগঞ্জ শহরকে সবুজ শহরে পরিনত করার প্রত্যায় নিয়ে শোভাযাত্রাটি শহরের
বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দখল হওয়া কাটাখালি খালের পাড়ে গিয়ে
শেষ হয়। সেখানে স্মৃতি ফলক উন্মচোন করে খাল খনন এবং খালের সৌন্দর্য বৃদ্ধির
কর্মসূচীর ঘোষনা করেন। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে
প্রায় ৩ শহ¯্রাধিক লোক এতে অংশ গ্রহন করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তেব্যে সায়লা
ফারজানা বলেন, মুন্সীগঞ্জ শহরকে নিজের ড্রইং রুমের মত করে সাঁজাতে চাই। এ
সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, আগামী শনিবার এই
খালটিতে তিনি নিজে তার পুলিশ বাহিনী নিয়ে মাটি কাটবেন । এবং তিনি
তার ১ মাসের বেতনের টাকাও খাল খননে ডোনেট করবেন বলে ঘোষনা দেন তিনি।
জেলা প্রশাসক খালের নিচে নেমে নিজে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের
উদ্বোধন করেন। এরপর প্রশাসনের কর্মকর্তারাও মাটি কাটায় হাত দেন। পরে সর্ব
স্থরের মানুষ মাটি কাটতে শুরু করেন সবুজে সাঁজাই মুন্সীগঞ্জ কর্মসূচী