বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

জামালগঞ্জে ৫ দিন ব্যাপী চলছে অবৈধ মদ, জুয়া ও যাত্রার আসর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে চলছে অবাধে

৫ দিন ব্যাপী অবৈধ, মদ, জুয়া, যাত্রার আসর। এলাকাবাসী ও বিশ্বস্ত

সূত্রে জানা যায়, উপজেলার ভীমখালী ইউনিয়নের রাজাবাজ গ্রামের

পশ্চিম মাঠে (প্যান্ডেল) দিয়ে যাত্রা শুরু করেন স্থানীয় কিছু

লোকজন। অবৈধ যাত্রায় নর্তকী নাচ দেখিয়ে টিকেট করে নেওয়া

হচ্ছে লাখ লাখ টাকা । যাত্রার অন্তরালে গড়ে উঠে নারী, মদ ও জুয়ার

আসর। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশসনকে নাইট কন্টাকে

ম্যানেজ করে কিছু সংখ্যক পাতি নেতা সরকার দলীয় সাইন

বোর্ডকে সামনে রেখে অবৈধ ভাবে কার্যক্রম শুরু করেছেন।

প্যান্ডেলকে ঘিরে দিবারাত্রি চলে গাঁজা, মদ, জুয়া এমনকি

অসামাজিক কার্যকলাপের প্রতিযোগীতা। কেউ এ ব্যাপারে

কোন কিছু বলে তাকে অপদস্ত করা হয়। পুলিশ প্রশাসন যেনেও না

জানার ভান করছে বলে এলাকায় চাউর হয়েছে। নেশা জাতীয় দ্রব্য পান

করে তরুন সমাজ বিপদ গামী হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান,

অসামাজিক কার্যকলাপে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে

নিচ্ছে। দেখার কেউ নেই। স্কুল কলেজ পড়–য়া কোমল মতি ছাত্র ও

যুকরা এই মদ, জুয়া এবং অসমাজিক কার্যকলাপে জড়িত হচ্ছে।

রাস্তার পাশে অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া ঠিক হবেনা এর

বিহিত ব্যবস্থা করার একান্ত প্রয়োজন। এ বিষয়ে অবৈধ যাত্রাপালার

পরিচালক কদ্দুস মিয়ার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি

বলেন, আমরা টেহা (টাকা) খরচ কইরা শেষ মেশ এইডা করতাছি,

আর করতাম না। নাম প্রকাশের অনিচ্ছুক শিক্ষানুরাগী বলেন,

আমাদের স্কুল কলেজ পড়–য়া ছাত্র, ছাত্রী রাস্তা দিয়ে আসে এতে

বিভিন্ন খারাপ উক্তি শুনতে হয় এ ব্যাপারে আমরা অভিযোগ

পেয়েছি আমরা কিছু করতে পারিনি। সুশিল সমাজ আইন

প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন যাতে করে মদ, গাঁজা,

অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ সহ যাত্রাপালা উচ্ছেদ করার

দাবী জানান। ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন,

আমি শুনেছি তবে কয়েক দিন যাবৎ বাড়ীতে নেই এ বিষয়ে

কিছুই জানিনা। এ ব্যপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মো. আবুল হাসেম বলেন, গতকাল রাতে পুলিশে যাত্রাপালা

ভেঙ্গে দিয়ে এসেছে। জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মু.

রশীদ আহম্মদ জানান, আমি প্রশাসনের কাছে এ বিষয়ে বলেছি

যাতে করে অসামাজিক কার্যকলাপ না হয়, ওসি সাহেব বলেছেন

হবে না কি করে ওই অবৈধ যাত্রাপালা শুরু হয়েছে, অচিরেই বন্ধ করা

হউক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451