গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিভিন্ন
আয়োজনে মুক্তি বারিধী শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুরের
১৭১তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল
বিকেলে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের আয়োজনে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, সর্ব ভারত
মতুয়া সংঘের কার্যকরী সভাপতি বিরাট কুমার বৈরাগ্য।
হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সভাপতি এ্যাডভোকেট
শিশির কুমার বালার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ
মোখলেসুর রহমান সরকার, মতুয়াচার্য সুব্রত ঠাকুরসহ
আরো অনেকে।
বক্তারা গুরুচাঁদ ঠাকুরের স্মৃতিচারণ করে মানব জাতি
তথা হিন্দু সমাজের কল্যানে তাঁর অবদনের কথা তুলে ধরেন
এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি
ছুটি ঘোষণা দাবী তোলেন।
এর আগে দুপুরে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব
দিবস উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীও শোভা যাত্রার উদ্বোধন করেন
শেখ ফজলুল করিম সেলিম এমপির পুত্র কেন্দ্রীয় যুবলীগ সদস্য
ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। বর্ণাঢ্য ধর্মীও শোভাযাত্রা ও
আলোচনা সভায় গোপালগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন
জেলার হাজার হাজার মতুয়া ভক্তরা অংশ নেন।
সন্ধ্যায় আগত মতুয়া ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা
হয়।