নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা সীচা গ্রামে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে সংঘর্ষে
উভয়পক্ষে ৬জন আহত ।
জানা যায় , উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের মৃত কাচু শেখের পুত্র দছিজল
গংদের সঙ্গে একই গ্রামের মৃত্যু আব্দুল দফাদারের পুত্র নয়া দফাদার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে
১একর ২৫শতক জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। বিগত ৬/২/২০১৭ইং তারিখে
বিরোধপূর্ণ জমিতে নয়া দফাদার গংরা একটি টিন সেট চালা ঘর নিমার্ণ করে। এই ঘটনায়
উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষে ৬জন আহত হয়। আহতরা হলেন, আফজাল, মাহাবুর,
শাহানাসহ ৬জন আহত হয়। এই ঘটনায় দছিজল বাদী হয়ে গত ৮ই ফেব্রুয়ারি ইং তারিখে
সুন্দরগঞ্জ থানায় ১৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং ১৩/৪১
সুন্দরগঞ্জ থানা। অপর পক্ষ নয়া মিয়াও সুন্দরগঞ্জ থানায়০৯/০২/১৭ তারিখে ০৯ জনকে আসামী করে
সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। যাহার নং ১৪/৪২ সুন্দরগঞ্জ থানা। এরই মধ্যে বিরোধপূর্ণ
জমিতে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে মৃত বানু শেখের পুত্র কাচু শেখ প্রতিপক্ষ আব্দুল করিম,
নয়া দফাদারসহ ২০জনকে আসামী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গাইবান্ধায়
গত ২০ ফেব্রুয়ারি /১৭ইং তারিখে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় একটি পিটিশন
মামলা দায়ের করে । যাহার পিটিশন নং ৯৮/২০১৭। বিজ্ঞ বিচারক মিজানুর রহমান পিটিশনটি
আমলে নিয়ে ওসি সুন্দরগঞ্জকে শান্তি বজায় রাখার ব্যবস্থা ও ইউনিয়ন ভূমি অফিসের
তহশিলদারকে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।গত ৯ই মার্চ /১৭ তারিখে
চন্ডিপুর ভূমি অফিসের তহশিলদার আবু বক্কর সিদ্দিক ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হলে
উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দছিজল (৪৬), মাহাবুর (৪০),
ইয়াজল (৪৩), সাইফুল (২৮),জমির (৪৫), শহিদা (২৫) আহত হয়। খবর পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত
কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম সঙ্গীয় ও ফোর্সসহ ঘটনাস্থলে
উপস্থিত হলে পরিস্থতি নিয়ন্ত্রনে আসে। দছিজল হক জানান নয়া দফাদারের ছোট ভাইয়ের শিশু
সন্তানকে বিরোধপূর্ণ জমিতে জবাই করে আমাদেরকে ফাসানোর চেষ্টা করেছে। শিশু সন্তানের
নাম জানতে চাওয়া হলে তিনি নাম জানাতে ব্যর্থ হন। তবে শিশু সন্তান জবাই করার চেষ্টার
বিষয়টি নয়া দাফাদার সহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান শিশু সন্তান জবাই
ঘটনাটি গুজব। এ ঘটনায় আবারও উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী ।