নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। শুক্রবার ভোরে ওই উপজেলার
মুনসির রাস্তার নামক স্থানে এ দু’ঘটনাটি ঘটে। এসময় ৫ পুলিশের এস আই আহত হন।
আহতরা হলেন ,এস আই মিলন্টন রহমান, এস আই জসিম, এস আই নুর আজম, এস আই
মহসিন ও এসআই লুৎফুর রহমান। চাটখিল থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, রাতে এলাকায়
টহল দেয়ার জন্য তারা মাক্রো নিয়ে বের হয়। পরে টহল শেষ করে ভোরে থানায় আসার সময় কুয়াসা
থাকার কারণে গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৫ এস আই
গুরুত্বর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে
আহতদের মধ্যে এসআই মিলন্টন রহমান, এস আই জসিম, এসআই নুর আজমের অবস্থার অবনতি
হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এম.এ আয়াত উল্যা, স্টাপ রিপোটার নোয়াখলী ঃ