অনলাইন ডেস্কঃ
নির্বাচনের মাঠে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে জনগণ যে রায় দেবে, তা আমরা মেনে নেবো। কিন্তু নির্বাচনকালীন সরকারের ফর্মুলা দিয়ে অহেতুক ধূম্রজাল সৃষ্টির কোনো দরকার নেই। জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।রোববার সন্ধ্যায় রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গণ আজাদী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাসিম বলেন, হঠাৎ দেখছি সবাই ফর্মুলা দেয়া শুরু করেছেন। কেউ বলেন সহায়ক সরকার করতে হবে। একেকজন একেক কথা বলেন। এগুলো সংবিধানের কোথাও লেখা নেই। সংবিধানে যা আছে, তাই হবে। সংবিধান উপেক্ষা করার শক্তি কারো নেই। এমনকি শেখ হাসিনারও নেই। নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই ক্ষমতায় যাবে। ফর্মুলা দিয়ে লাভ হবেনা।নাসিম বলেন, যে যত কথাই বলুক, বিএনপিসহ সবাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করছে বর্তমান নির্বাচন কমিশন। প্রশাসনও সম্পূর্ণ নিরপেক্ষ।গণ আজাদী লীগের সভাপতি এসকে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণ আজাদী লীগের উপদেষ্টা সৈয়দ শামসুল আলম তর্কবাগীশ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়সহ আরো অনেকে।