বাংলারপ্রতিদিন ডটকম ঃ
পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে চায় না বিএনপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের এসব উক্তির আমি জবাব দিতে চাই না। কারণ এগুলো গুরুত্বপূর্ণ মনে করি না।
আজ শনিবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের স্ত্রী অধ্যাপক ফাতেমা সালামের নতুন একটি উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘নতুন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দলীয় পক্ষপাতের বিষয়টি জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। এই সিইসির অধীনে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম হবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘নতুন সিইসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে পত্র-পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, তাতে প্রমাণিত হয় আমাদের অভিযোগ সঠিক ছিল।’