বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে জাতীয় সংসদ উপ-নির্বাচন- সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের

উপ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ি নির্বাচন অনুষ্ঠিত হবে ২২

মার্চ বুধবার। এই তফশিল ঘোষণার পর থেকেই বিভিন্ন দলের মনোনয়ন

প্রত্যাশী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণে ইচ্ছুক

প্রার্থীরা ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছে। এলাকার স্বাধীনতা

স্বপক্ষের অধিকাংশ মানুষের প্রত্যাশা নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম

লিটনের পরিবার থেকে কেউ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ

গ্রহণ করুক। এক্ষেত্রে লিটনের বড় বোন আনন্দ শিপ ইয়ার্ড এর ম্যানেজিং

ডিরেক্টরের আফরোজা বারী এবং গাইবান্ধা জেলা ও উপজেলা আওয়ামী লীগ

নেত্রী লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি এ দু’জনের নাম জনগণের

মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

এছাড়াও আওয়ামী লীগ থেকে অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী তারা হলেন-

সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ

সম্পাদক রেজাউল আলম রেজা, সৈয়দা মাছুদা খাজা, ইঞ্জিনিয়ার ইকবাল

হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী,

সুন্দরগঞ্জ ডি. ডবিউ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এম. এ হান্নান সরকার।

তবে প্রয়াত এমপি লিটনের পরিবার থেকে ওই দু’জনার মধ্যে কেউ না অন্য

কাউকে আওয়ামী লীগ উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে

সেটিও এখনও নিশ্চিত নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত ২৯ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিহত এমপি

লিটনের স্মরণে নাগরিক শোকসভায় বক্তৃতাকালে দলীয় নেতা-কর্মীদের

উদ্দেশ্যে বলেন, সুন্দরগঞ্জের উপ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কাড়াকাড়ি

করবেন না। সুন্দরগঞ্জের মানুষ যাকে চাইবে, দলীয় সভানেত্রী শেখ হাসিনা

তাকেই মনোনয়ন দিবেন। এ নিয়ে দলের মধ্যে কোন কোন্দল সৃষ্টি না করার

জন্য তিনি উদাত্ত আহবান জানান।

সুন্দরগঞ্জ আসনে উপ নির্বাচনে বিএনপি আদৌও অংশ গ্রহণ করবে

কিনা সে ব্যাপারে কেন্দ্রীয় কমিটি থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা

পাওয়া যায়নি। ফলে বিএনপির পক্ষ থেকে কোন নির্বাচনী তৎপরতা পরিলক্ষিত

হচ্ছে না। এব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড.

মিজানুর রহমান মিজান বলেন, সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে অংশ নেয়ার

ব্যাপারে কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

সিদ্ধান্ত পেলে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উলেখ

করেন।

এই আসনে অন্যান্য দল থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে অন্যতম

হচ্ছে জাতীয় পার্টি (এ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সুন্দরগঞ্জের

সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) ডা. আব্দুল কাদের খান ও সর্দার

মোস্তফা মোহসিন। এব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম

সদস্য ও জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ সরকার বলেন, পার্টির চেয়ারম্যান

হুসেইন মুহম্মদ এরশাদ গত ৩০ ডিসেম্বর সুন্দরগঞ্জে জনসভা করে উপ-

নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে

পরিচয় করিয়ে দিয়েছেন।

এছাড়া শামীম হায়দার পাটোয়ারী শুধু জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার

স্বাক্ষরিত একটি মনোনয়নপত্র প্রদর্শন করে নির্বাচনী প্রচারণা

চালাচ্ছেন। তবে ওই মনোনয়ন পত্রে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ

এরশাদের কোন স্বাক্ষর না থাকায় এ নিয়ে নানা গুঞ্জনও শুরু হয়েছে। তবে

সাবেক এমপি ডা. কর্ণেল (অবঃ) কাদের খানের সমর্থকরা বলছেন, রওশন

এরশাদের সমর্থনে তিনিই দলীয় মনোনয়ন পাবেন। এদিকে মোস্তফা

মহসিনও দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে তার সমর্থকরা প্রচারণা অব্যাহত

রেখেছেন।

এছাড়া জাতীয় পার্টি জেপি থেকে সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ

সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বাদশা রয়েছেন।

এব্যাপারে ওয়াহেদুজ্জামান সরকার বাদশা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে

জনগণ তাকেই বিজয়ী করবেন বলে তিনি আশাবাদি।

এদিকে জাসদের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন- অ্যাড.

মোহাম্মদ আলী, মুন্সী আমিনুল ইসলাম সাজু ও মোসলেম মাষ্টার। এব্যাপারে

গাইবান্ধা জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু

বলেন, আমরা চাই সুন্দরগঞ্জে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। ১৪

দলীয় জোট থেকে জাসদের প্রার্থীকে মনোনয়ন দিলে তারা অবশ্যই বিজয়ী

হবে।

উলেখ্য, সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গত

৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451