অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্রাক উল্টে নিহত হয়েছেন চার শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরো ছয় শ্রমিক।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁর আষাড়িরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত চার শ্রমিককের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ছয়জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুরোনো কাগজবোঝাই ট্রাকটি আষাড়িয়ার চর এলাকার আল মোস্তফা পেপার মিলে যাচ্ছিল। মিলে ঢোকার মুখে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সে সময় ট্রাকটি উল্টে চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ট্রাকে থাকা অপর ছয় শ্রমিক।