অনলাইন ডেস্কঃ
আসছে ১৫ ফেব্রুয়ারি নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ অন্য নির্বাচন কমিশনাররা শপথ নেবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি।
সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদার নিয়োগ অনুমোদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
অনুমোদন পাওয়া অন্য কমিশনাররা হলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।