কাজী নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধি :
ভাষার মাস শহিদের রক্তের বিনিময়ে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবদুস সালামের নামে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সালামের জন্মস্থান দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের লক্ষনপুর গ্রামের নাম ‘সালামনগর’ করা হয়। তার স্মৃতি রক্ষায় সালামনগরে গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন করা হয়। এরপর প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এলেই সালামের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবতনের দাবী উঠলেও তা আর হয়নি। দীর্ঘদিন পর বুধবার সকালে জেলা প্র্শাসক মো: আমিন উল আহসান বিদ্যালয়টির নাম পরিবর্তনে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন।ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন শহীদ সালামের নামে বিদ্যালয়টির নামকরণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি সালামনগর সড়কটি সংস্কারের দাবী জানান।