সোমবার, ১৩ মে ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

নোয়াখালী প্রেসক্লাবের বিরাজমান সংকট নিরসনকল্পে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

নোয়াখালী

প্রেসক্লাবের বিরাজমান সংকট নিরসনকল্পে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেটের

নেতৃত্বে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের

অফিস সহকারী আবদুর রাজ্জাক জানান, সোমবার সকালে জেলা ম্যাজিষ্ট্রেট

বদরে মুনির ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশের কপি হাতে

পাওয়ার পর তা প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়। জেলা

ম্যাজিষ্ট্রেটের কার্যালয় থেকে প্রেরিত ওই আদেশে উল্লেখ করা হয়,

প্রেসক্লাবের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত গঠিত কমিটির

আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট অন্তবর্তী সময়ের জন্যে প্রেসক্লাবের

রুটির দায়িত্ব পালন করবেন। আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন-

বিটিবির জেলা প্রতিনিধি একেএম জোবাযের, দৈনিক কালেরকন্ঠের জেলাপ

প্রতিনিধি শামসুল হাসান মিরণ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি মেসবাহ্ধসঢ়;

উল হক মিঠু ও এটিএন বাংলার প্রতিনিধি ফুয়াদ হোসেন। উল্লেখ্য, গত

২৯ ডিসেম্বর ক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তারিখ ছিল।

তবে, আগের দিন নির্বাচন কমিশনার পদত্যাগ করায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা

২৩ জন। জেলায় কর্মরত মূলধারার অনেক টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন

সংবাদ মাধ্যমের প্রতিনিধি এই ক্লাবের সদস্য হতে না পরায় তাদের মধ্যে

দীর্ঘদিন থেকে ক্ষোভের সঞ্চার হয়। এনিয়ে সাংবাদিকদের একাধিক পক্ষ

প্রশাসনের কাজে লিখিত অভিযোগ দেন। এই পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবকে

মূলধারার সব সাংবাদিকদের জন্যে উন্মুক্ত করার লক্ষ্যে উদ্যোগ নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451