শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

বিএসএমএমইউ’তে মিছিল-মিটিং নিষিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মিছিল-মিটিং নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের দু’পক্ষের বিরোধের জেরে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্যাম্পাসে উসকানিমূলক কার্যক্রম এবং মিছিল-মিটিং নিষিদ্ধ থাকবে।

গেলো বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কক্ষে প্রো-ভিসি অধ্যাপক এ এস এম জাকারিয়া ও প্রক্টর ডা.হাবিবুর রহমান দুলালের বাদানুবাদ কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার সকালে এ দু’কর্মকর্তার বিরোধের জেরে চিকিৎসা বন্ধ করে মুখোমুখি অবস্থান নেন দু’পক্ষের চিকিৎসকরা।

গেলো বৃহস্পতিবার প্রো-ভিসি জাকারিয়া ভিসির কক্ষে গেলে ভিসি ও প্রক্টর তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আবদুল হান্নান শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে তা অস্বীকার করেন।

নার্স নিয়োগ এবং উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরের ব্যক্তিগত রিরোধ নিয়ে এসব ঘটনা ঘটছে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারি-কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451