শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

তাড়াশের অবহেলিত জনপদ আদিবাসী অধ্যুষিত মাধাইনগর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭নং

মাধাইনগর ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত জনপদটি এখনো চরম অবহেলিত। জনপদটি এখনও বিদ্যুৎ

বঞ্চিত, জনপদের প্রধান রাস্তা উপজেলা সদর অভিমুখী মাধাইনগর বাজার-পৌষার ব্রিজ পর্যন্ত রাস্তাটি এখনও

কাঁচা। মাধাইনগর বাজারে প্রতিদিন সকালে ও বিকালে এবং সপ্তাহে দুইদিন হাট একটি বড় হাট বসে।

এখানে একটি কলেজ, একটি হাই স্কুল, দু’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ ব্যাংক এর ও

গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের শাখা, একটি এজি চার্জ, এজি চার্জ পরিচালিত কেজি স্কুল, একটি

গির্জা, একটি কওমী মাদ্রাসা ইত্যাদি থাকলেও এখনো বিদ্যুৎ বঞ্চিত । জনপদটি উপজেলা সদর হতে বেশি

দূরে নয়। এর পাশ দিয়ে বিদ্যুতের মেইন সঞ্চালন লাইন পশ্চিমে তাড়াশ উপজেলা সদর সহ বিভিন্ন দিকে

গিয়েছে। উপজেলায় এর চেয়ে দুর্গম ও দূরবর্তী অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করা হলেও মাধাইনগর বাজার

অংশটুকু ছাড়া জনপদের অবশিষ্ট বৃহদংশ অংশ এখনও বিদ্যুৎ বঞ্চিত।

মাধাইনগর বাজার হতে তাড়াশ উপজেলা সদর অভিমুখী জনপদের প্রধান রাস্তাটি পৌষার ব্রিজের কাছে

নিমগাছি-তাড়াশ আঞ্চলিক পাকা সড়কের সাথে লেগেছে। জনগণ এই রাস্তা দিয়ে উপজেলা সদরে ও ধাপ-

ওয়াশীনে ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস সহ অনেক গুরুত্ব পূর্ন জায়গায় যাতায়াত

করে। এছাড়াও এই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা পৌষার উচ্চ বিদ্যালয়, পৌষার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যায়।

জনগণ এই রাস্তা দিয়েও নিমগাছিসহ পূর্বদিকে যাতায়াত করে। পশ্চিম দিকের জনগণ এই রাস্তা দিয়ে

মাধাইনগর বাজারে ও হাটে যাতায়াত করে। উপজেলায় এর চেয়ে গুরুত্বহীন রাস্তা পাকা করা হলেও এটি এখনও

কাঁচা। এর জনগণ আশু বিদ্যুৎ ও রাস্তাটির পাকাকরণ দাবী জানিয়েছেন সরকারের কাছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলার বিশিষ্ট আদিবাসী পরিবারের সদস্য প্রয়াত মনোরঞ্জন বসাকের পুত্র মাধাইনগর

বুড়াপীর পাড়ার বাসিন্দা সুব্রত বসাক জানান, উপজেলার দুর্গম ও দূরবর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণ করা

হলেও আমাদের এলাকা বিদ্যুৎ বঞ্চিত, মাধাইনগর বাজার-পৌষার ব্রিজ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এখনও

কাঁচা, অথচ উপজেলায় এর চেয়ে গুরুত্বহীন অনেক রাস্তা পাকা করা হয়েছে। তিনি দুঃখ ও ক্ষোভের সাথে

আরও বলেন, আমাদের এলাকাটি আদিবাসী এলাকা এবং এখানকার জনগণ দরিদ্র হওয়ায় আমরা অবহেলিত-

বিদ্যুৎ বঞ্চিত ও এলাকার প্রধান রাস্তাটি কাঁচা। তিনি সবশেষে বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

কাছে জরুরী ভিত্তিতে এলাকায় বিদ্যুৎ বিতরণ ও রাস্তাটি পাকাকরণের জন্য জোর দাবি জানাচ্ছি।

উপজেলা মাধাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান জানান, আমি চেয়ারম্যান থাকতে

্ধসঢ়;্ধসঢ়;্ধসঢ়;্ধসঢ়;্ধসঢ়;্ধসঢ়;এই রাস্তা ও বিদ্যুৎএর জন্য কত বলেছি জেলা প্রশাসক মহদয় সহ বিভিন্ন সংশিল্ধসঢ়; দপ্তরে । কিন্তু

্ধসঢ়;এই মাধাইনগর ইউনিয়নটি এখনো অবহেলিত। এই রাস্তার উন্নয়ন আবশ্যক।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.আব্দুল হক এর সাথে

কথা বললে তিনি জানান, রাস্তাটির পাকাকরনের জন্য ইতিমধ্য আবেদন দেওয়া হয়েছে। আর ২০১৭ ইং সালের

মধ্যই প্রতিঘড়ে ঘড়ে বিদুৎত দেওয়া হবে এর জন্য আমরা কাজকরে জাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451