সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি এর মাতার ইন্ততেকাল
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
-
১৭২
বার পড়া হয়েছে
শাহীন ঢালিন,পল্লবীঃ
শোক সংবাদ- ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি এর মাতা ঢাকার সামরিক হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ৪.৩০ মিঃ ইন্ততেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন মরহুমার প্রথম জানাযার নামাজ আজ বেলা ৩.৩০ মিঃ পল্লবী সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে । দ্বিতীয় জানাযার নামাজ বাদ আসর পল্লবী স্থ আলোগদি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকল ধরম প্রান মোসলমান ভাইদের উপুস্থিত থাকার আহব্যন করাহয়েছে, সেই সাথে বাংলার প্রতিদিন ডটকম মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর