শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে কেঁচো খুঁড়তে সাপের সন্ধান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

ক্রাইম রিপোর্টঃ

রাজধানী ঢাকার নিকটবর্তী সাভার ও আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়ির অবৈধ গ্যাস

সংযোগ বিছিন্ন করার জন্য অভিযানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান পাওয়া গেছে।

কিছু কর্মকর্তার বিরুদ্ধে বৈধ গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৬ থেকে ৭ মাস ধরে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

অভিযান চলছে। সাভার সদর ইউনিয়নের কলমা, আশুলিয়ার জামগড়া, ঘোষবাগ, জিরাবো

এলাকাসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করছেন সাভার

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক

প্রকৌশলী আবির এবং কোম্পানির ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর

রহমান।

জানা যায়, গত কয়েক মাস আগে বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ দিতে এক একজনের

কাছ থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে হাজার হাজার পরিবারের মধ্যে অবৈধ

ভাবে সংযোগ দেয় প্রভাবশালীরা। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব হাজার হাজার

অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেন তিতাস কর্মকর্তারা। সুত্র জানায়, প্রতিটি গ্রাম

মহল্লা থেকে প্রতিটি অভিযানে এক থেকে দুই হাজার অবৈধ সংযোগ বিছিন্ন করে

আসছেন তিতাস কর্মকর্তারা। সুত্র জানায়, এ পর্যন্ত প্রায় এক লাখেরও বেশি অবৈধ গ্যাস

সংযোগ বিছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য গত সপ্তাহের সোমবার সাভারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি এলাকায়

অবৈধ গ্যাসের একটি সংযোগ বিছিন্ন করতে গেলে সেখানে প্রায় ৫০ হাজার অবৈধ

সংযোগের সন্ধান পেয়েছেন তিতাসের কর্মকর্তারা। এর মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকার

পাঁচটি গ্রামের প্রায় ২৫ হাজার সংযোগ ওই দিন দুপুর পর্যন্ত বিছিন্ন করা হয়েছে।

জানা যায়, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় একটি অবৈধ সংযোগের সন্ধানে সেই

সংযোগটি বিছিন্ন অভিযানে গেলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান পায়। এ

ব্যাপারে সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন

শাখার ম্যানেজার ছিদ্দিকুর রহমান বলেন, ওই দিন সকালে আমরা পুকুরপাড় এলাকায় একটি

অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে অভিযান পরিচালনা করি। এ সময় সংযোগটি

বিছিন্ন করতে গিয়ে ওভারলে থেকে আরো অবৈধ সংযোগ নেওয়ার বিষয়টি বেরিয়ে আসে।

পরে সেই মোতাবেক পুকুরপাড় এলাকার ২২ কিলোমিটার এলাকা জুড়ে জালের মতো ছড়িয়ে

থাকা প্রায় ৫০ হাজার অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পান তারা। সেই মোতাবেক সকাল

থেকে দুপুর পর্যন্ত প্রায় ২৫ হাজার অবৈধ সংযোগ বিছিন্ন করা হয় ওই দিনই। সেই সাথে

দেড়, দুই ও আড়াই ইঞ্চি ব্যাসের নি¤œমানের পাইপ, রাইজার ও চুলাসহ নানা রকম উপকরণ জব্দ

করা হয়। আর বাকি অবৈধ সংযোগগুলো বিছিন্ন করতে সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের

ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, অভিযান নিয়মিত চলবে এবং

অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে সরেজমিনে জানা

যায়, বেশিরভাগ বৈধ গ্রাহকরা বলছেন, সারাদিন চুলায় গ্যাস থাকে না, টিপ টিপ করে মমের

বাতির মতো জ্বলে, এতে করে রান্না করা যায় না। রাতের ১২টার পর যদিও গ্যাস আসে, ঠিক ভোর

৪টার দিকে আবার যা তাই, গ্যাস থাকে না তবুও গ্যাসের চুলার বিলতো দিতে হয়। আরও জানা

গেছে, যারা ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছেন তারা অনেকেই

বলছেন, আমাদের সংযোগ বৈধ ভাবে দিতেই ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন সংশ্লিষ্টরা।

অনেকেই বলছেন, চোরে চোরে খালাতো ভাই! তাই আমরা সবাই গ্যাস সংযোগের ব্যাপারে

হয়রানির শিকার হয়েছি। অনেকেই বলছেন, গ্যাস সংযোগ নিয়ে ভেলকিবাজী চলছে এক বছর

ধরে। প্রশ্নঃ এইসব সংযোগ দেয়ার সময় অনেকেই জরিত থাকলেও এখন তারা কোথায়? উক্ত

এলাকায় লাখ লাখ অবৈধ সংযোগে দিতে দালাল চক্র চোরে চোরে খালাতো ভাই,তারা সরকারের

কয়েক কোটি টাকা লোকসান করেছে বলে অনেকেরই অভিমত। কয়েকজন বলছেন, গ্যাসের

বেশিরভাগ গ্রাহকই প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলেই তারা এ ব্যাপারে মুখ

খুলতে চান না। বিভিন্ন কারণে এলাকায় গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নি¤œ

আয়ের মানুষগুলো। বাসা বাড়ির মালিকরা ঠিকই তাদের ঘর ভাড়া নিচ্ছেন, শিল্প এলাকায় ৮০%

নি¤œ আয়ের মানুষ বসবাস করেন। বিবেকবান মানুষের কাছে প্রশ্নঃ গ্যাস সংযোগ নিয়ে

আর কত ভেলকিবাজি করবে ওরা? দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে

কারা কোটি কোটি টাকা লোকসান করেছে সরকারের সবই ফাঁস হবে। তবে গোপনীয় ভাবে

তদন্ত করলে আরো কেঁচো খুঁড়তে বড় বড় সাপের সন্ধান পাওয়া যাবে বলে অনেকেই জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451