মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

বাগেরহাটে উন্নয়ন মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণ . প্রতিবন্ধী শিক্ষার্থীদের  হুইল চেয়ার প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ১২৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :  বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার দুপুরে উন্নয়ন মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণী সভার অনুষ্ঠিত হয়েছে । এ ছাড়াও ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীদের  হুইল চেয়ার প্রদান। এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও সফলতা নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান,উপজেলা হিসাব রক্ষন অফিসার তরফদার তৈয়বুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাসিরউদ্দিন প্রমুখ। সভা শেষে উন্নয়ন মেলায় ১ম স্থান অধিকারী মৎস্য দপ্তরের ষ্টল, ২য় স্থান অধিকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের ষ্টল ও যৌথভাবে নারী ফোরাম ও পল্লী বিদ্যুতের ষ্টল ৩য় স্থান অধিকারী সহ উপস্থিত সকল ষ্টলকে পুরষ্কৃত করা হয়েছে। এ ছাড়াও উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থী দেবরাজ দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাহজাহান হাওলাদার, একই বিদ্যালয়ের ইমা আকতার ও বাদুরতলা ওয়াহেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইয়াসিন আলীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451