বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

দেশের বিজ্ঞাপন বাইরে যাওয়ায় ক্ষতির মুখে দেশীয় চ্যানেলগুলো , হচ্ছে কমিটি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিজ্ঞাপন বাইরে যাওয়ায় দেশীয় চ্যানেলগুলো ক্ষতির মুখে পড়ছে-অভিনয় শিল্পীদের এমন অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ঘটনায় একটি যৌথ কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (বিআইবি) আলোচনাকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে অভিনয়শিল্পী ও কলা-কুশলীরা সাক্ষাৎ করলে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদকে প্রধান করে তথ্য মন্ত্রণালয় একটি যৌথ কমিটি তৈরি করে দিচ্ছে। কমিটিতে আপনাদের প্রতিনিধিরাও থাকবেন। এই কমিটি পুরো জিনিসটি পরীক্ষা করে দেখে একটি পরামর্শপত্র দেবে। এর পরিপ্রেক্ষিতে যে আইন আছে আমরা তা কার্যকর করব এবং যে আইন নেই সে ঘাটতি পূরণ করার চেষ্টা করব।’

আলোচনা সভায় ফেডারেশন অব টিভি প্রফেশনালস অর্গানাইজেশনের সদস্য সচিব গাজী রাকায়েত বলেন, ‘এখন একটি পর্বের (নাটকের) জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের বিজ্ঞাপন যদি বাইরে চলে যায় এবং বিজ্ঞাপনের মার্কেটটা ছোট হয় তাহলে সেখানে ২০ হাজার টাকা দিতে হবে।’

এ সময় অভিনয়শিল্পী তৌকির আহমেদ বলেন, ‌‘কৃষককে যদি ধানের মূল্য দেওয়া না হয় তাহলে সে তামাক চাষ করবে। যেমন আমি দেখছি ইন্ডাস্ট্রিতে (প্রতিষ্ঠানে) আমার জায়গা থাকছে না তখন রিসোর্ট ব্যবসা করছি।’

অভিনয়শিল্পী আজিজুল হাকিম বলেন, ‘স্টার জলসায় একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে-সেখানে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে। এটা শুধু বাংলাদেশের দর্শকদের জন্য।’ আজকের মধ্যে ওই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিনয়শিল্পী জাহিদ হাসান বলেন, ‘ভারতে আমাদের চ্যানেল যেতে তাদের অনেক নিয়ম-নীতি থাকে। তাহলে আমাদের কেন নিয়মনীতি থাকবে না?’

এই শিল্পীরা দর্শকের মনে স্থান করে নিয়েছেন অভিনয় দিয়ে। সেই অভিনয় জীবন নিয়েই এখন চরম অনিশ্চয়তার মধ্যে আছেন এ সব শিল্পীরা। অনিশ্চয়তার একটি কারণ দেশের বিজ্ঞাপন চলে যাচ্ছে বিদেশি চ্যানেলগুলোতে। যা হুমকির মধ্যে ফেলে দিচ্ছে দেশের চ্যানেলগুলোকে। অথচ দেশি চ্যানেলগুলোই এই শিল্পীদের কাজের অন্যতম ক্ষেত্র

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451