মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী পুড়ছে সুন্দরবন : সর্বশেষ যা জানাল ফায়ার সার্ভিস কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কতা জারি গুগলকে তিন হাজার কনটেন্ট সরাতে অনুরোধ বাংলাদেশের মুফতি মাহাদী হাসান সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার আশাবাদী রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান মাসুদ

গরীবের রোগ সারাবেন তারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৪২ বার পড়া হয়েছে

জন্মগত অধিকার হলেও নানা সীমাবদ্ধতায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। তাই তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন একদল চিকিৎসক। রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসার্থে যাত্রা শুরু করেছে ‘পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। যে কেউ প্রতি মাসে ২০০ টাকা দিয়ে সদস্য হয়ে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন।

এখন থেকে ‘পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহায়তা দেবে। এছাড়া স্বচ্ছতা ও আস্থা ফেরাতে সংগঠনের দাতা সদস্যদের নাম ও অর্থের পরিমাণ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


তারা জানান, দরিদ্র রোগীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসার্থে প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়ে দাঁড়াতে হবে পাশে। একই সঙ্গে চিকিৎসকদের প্রতিদিন অন্তত একজন গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

গেলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ প্রসঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জানানো হয়- ক্যানসার, হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠীর যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য ‘পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ অর্থ, সেবা ও তথ্য দিয়ে সহায়তা দেবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এ দেশে স্বাস্থ্যসেবায় জনপ্রতি বরাদ্দ মাত্র ৩৯০ টাকা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী তা হওয়া উচিত ২ হাজার ৬৫২ টাকা। আবার স্বাস্থ্য ব্যয়ও ক্রমাগত বেড়েছে, যা ১৫ বছর আগের তুলনায় প্রায় ৪ গুণ বেশি। তাই দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এবিএম আব্দুল্লাহ বলেন, ‘আমরা রোগীদের জন্য একটা ফান্ড গঠন করবো। সে ফান্ডে স্বচ্ছতা থাকবে। আসুন আমরা (প্রতিটি ডাক্তার) অন্তত একদিন একজন করে রোগীকে বিনাপয়সায় দেখি। টাকায় রোগী দেখতে যেমন আনন্দ আছে, ঠিক বিনাপয়সায় রোগী দেখতেও আনন্দ আছে।’

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু বলেন, ‘চিকিৎসার জন্য যেসব মানুষকে ঘরবাড়ি বিক্রি করতে হয় আমরা তাদের আর্থিক সহযোগিতা দেবো। এখন থেকে টাকার অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। যারা টাকার জন্য দুরারোগ্য রোগের চিকিৎসা নিতে পারছেন না, আমরা তাদের সহায়তা দেবো। বিশেষ করে হতদরিদ্র ও অসহায় মানুষকে আমরা প্রাধান্য দেবো।’

মূল প্রবন্ধ পাঠকালে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে চিকিৎসা গ্রহণকারীদের ৩৭.৫ শতাংশ কোনো না কোনোভাবে সেবা নিতে গিয়ে অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবারই ভূমিকা রয়েছে। দানশীলতা, উপকারিতার মানসিকতা থাকতে হবে। দানকৃত অর্থ যদি সৎভাবে ব্যবহৃত হয়, যারা সহায়তা করেন তারা দ্বিগুণ উৎসাহিত হবেন।’

সংগঠনের নেতারা জানান, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যাংক এশিয়ার সঞ্চয়ী হিসাব নং ০৭৫৩৬০০০০৩৫। অর্থ পাঠাতে করা যাবে বিকাশও। বিকাশ অ্যাকাউন্ট নং ০১৮৮৪৪৪৪২২২ ও ০১৮৮৪৪৪৪৩৩৩।

এস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451