সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

নাসিরনগরে হামলা পূর্বপরিকল্পিত: রিয়াজুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।রাজধানী মগবাজারে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।কাজী রিয়াজুল হক বলেন, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুর পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসন ও পুলিশের ব্যর্থতা এবং অদক্ষতার কারণে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তারা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।কমিশনের চেয়ারম্যান বলেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনা মতো এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।এরআগে বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল নাসিরনগর পরিদর্শন করে এবং হামলার শিকার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে।প্রসঙ্গত, ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451