রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী পুড়ছে সুন্দরবন : সর্বশেষ যা জানাল ফায়ার সার্ভিস কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কতা জারি গুগলকে তিন হাজার কনটেন্ট সরাতে অনুরোধ বাংলাদেশের মুফতি মাহাদী হাসান সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার আশাবাদী রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান মাসুদ

জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৩৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদ, মাদক আর সন্ত্রাসীদের দমনে সরকারের পাশাপাশি সকল মহলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক এখন অনেক নিয়ন্ত্রণে রয়েছে।
যশোর জেলা স্কুল মাঠে আজ বিকেলে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান।  
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র প্রতিহত করে সামনে এগিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আর আইন-শৃঙ্খলা বাহিনী এক হয়ে কাজ করলে সব বাধা দূর হয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন বিশে^র কাছে আজ রোল মডেল।  
সমাবেশে তিনি বক্তব্য দেয়ার আগে হ্যালো যশোর পুলিশ অ্যাপস, পৌরসভার উদ্যোগে যশোর শহরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন।  
এছাড়া ১৫ জন মুক্তিযোদ্ধার পৌর কর মওকুফ ও পৌর ট্যাক্স বাতিলের সার্টিফিকেট প্রদান করেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জেলার ৮৬৬ জন মাদক ব্যবসায়ী আর মাদক বিক্রি না করার অঙ্গীকার করেন।  

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451