মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী পুড়ছে সুন্দরবন : সর্বশেষ যা জানাল ফায়ার সার্ভিস কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কতা জারি গুগলকে তিন হাজার কনটেন্ট সরাতে অনুরোধ বাংলাদেশের মুফতি মাহাদী হাসান সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার আশাবাদী রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান মাসুদ

ধানের শীষ পেলেন যাঁরা এখন পর্যন্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ২৪৮ বার পড়া হয়েছে
বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

অনলাইন ডেস্ক; 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। গতকাল সোমবার থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি দেওয়া হচ্ছে।

গতকাল রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের আংশিক আসনে দলের প্রার্থীদের ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি দেয় বিএনপি। অনেক আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ দুপুর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাকি আসন এবং সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও ময়মনসিংহের প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বিএনপির চিঠি পেয়েছেন যাঁরা :

ঢাকা সিটি

ঢাকা-২ আমান উল্লাহ আমান/ ইরফান ইবনে আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবিব-উন-নবী সোহেল ও ঢাকা-১৩ আবদুস সালাম।

ঢাকা বিভাগ

নরসিংদী-১ খায়রুল কবীর খোকন, নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আশরাফ উদ্দিন বকুল/ নেসার উদ্দিন।

মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন।

ফরিদপুর-২ শামা ওবায়েদ।

গোপালগঞ্জ-২ ডা. এ কে এম বাবর।

কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান, কিশোরগঞ্জ-৫ মুজিবর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ শরিফুল আলম।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) ফকির মাহবুব আনাম স্বপন/ সরকার শহীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সুলতান সালাউদ্দিন টুকু/ শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মাঈনুল ইসলাম, টাঙ্গাইল-৪ (কালিহাতী) লুৎফর রহমান মতিন/ ইঞ্জিনিয়ার আবদুল হালিম, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান/ ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী/ সাইদুল ইসলাম খান। টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাই) আসন এখনো ঘোষণা করা হয়নি। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী দেওয়া হবে বলে জানা গেছে।

খুলনা বিভাগ

বাগেরহাট-৩ ড. শেখ ফরিদুল ইসলাম, ঝিনাইদহ-১ জয়ন্ত কুমার কুণ্ডু/ অ্যাডভোকেট আসাদুজ্জামান/ মো. আবদুল ওহাব, ঝিনাইদহ-২ আবদুল মজিদ/ এম এম মশিউর রহমান, ঝিনাইদহ-৩ কণ্ঠশিল্পী মনির খান/ মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৪ সাইফুল ইসলাম ফিরোজ/ শহীদুজ্জামান বেল্টু।

কুষ্টিয়া-৩ অধ্যক্ষ সোহরাব হোসেন/জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ নুরুল ইসলাম/মেহেদী আহমেদ রুমী।

চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান বাবু।

মেহেরপুর-১ মাসুদ অরুণ ও মেহেরপুর-২ জাবেদ মাসুদ মিল্টন/আমজাদ হোসেন।

সিলেট বিভাগ

সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা।

সুনামগঞ্জ-২ তাহির রায়হান চৌধুরী।

মৌলভীবাজার-২ সুলতান মুহাম্মদ মনসুর (জাতীয় ঐক্যফ্রন্ট)।

বরিশাল বিভাগ

বরিশাল-১ জহিরউদ্দিন স্বপন/ আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/ শরফুদ্দিন সান্টু/ শহিদুল হক জামাল, বরিশাল-৩ অ্যাডভোকেট জয়নাল আবেদীন/ সেলিমা রহমান, বরিশাল-৪ মেজবাহ উদ্দিন ফরহাদ/ রাজীব আহসান, বরিশাল-৫ মজিবর রহমান সরোয়ার/ এবায়দুল হক চাঁন ও বরিশাল-৬ আবুল হোসেন খান/ অধ্যাপক রশীদ খান।

বরগুনা-১ মতিউর রহমান তুলুকদার/ নজরুল আসলাম মোল্লা, বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন/নুরুল ইসলাম মনি।

পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী/ তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার/ সালমা আলম, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি/ হাসান মামুন/ মো. শাহজান, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন/ মনিরুজ্জামান মনি।

ভোলা-১ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বিজেপি), ভোলা-২ হাফিজ ইব্রাহিম/ রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ/ কামাল হোসেন, ভোলা-৪ নাজিমুদ্দিন আলম/ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

ঝালকাঠি-১ ব্যারিস্টার শাজাহান ওমর, ঝালকাঠি-২ রফিকুল ইসলাম জামাল/ ইসরাত জাহান ইলেন ভুট্টো/ জেবা আলম খান।

পিরোজপুর-১ জোটের শরিকদের জন্য, পিরোজপুর-২ ডা. মোস্তাফিজুর রহমান ইরান (লেবার পার্টি), পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল/ শাহজাহান মিয়া।

রংপুর বিভাগ

পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির/ তৌহিদুল ইসলাম, পঞ্চগড়-২ জাহিদুর রহমান/ ফরহাদ হোসেন আজাদ/ তাসমিয়া প্রধান (জাগপা)।

ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ মো. আবদুস সালাম/ জুলফিকার মুর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান/ জিয়াউল ইসলাম জিয়া।

দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম/ মামুনুর রশীদ, দিনাজপুর-২ লে. জে. (অব.) মাহবুবুর রহমান/ সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ জাহাঙ্গীর আলম/ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান সরকার/ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এ জেড এম রেজওয়ানুল হক/ এস এস জাকারিয়া বাচ্চু, দিনাজাপুর-৬ মো. লুৎফর রহমান/ সাহিদুল ইসলাম শাহীন।

নীলফামারী-১ রফিকুল ইসলাম/ ন্যান্সি রহমান কবির, নীলফামারী-২ শামসুজ্জামান জামাল/ কাজী আক্তার জামান, নীলফামারী-৩ ফাহমিদা ফয়সাল কমেট চৌধুরী, নীলফামারী-৪ কণ্ঠশিল্পী বেবী নাজনীন/

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451