গোলাম সারোয়ার,সাপাহার,নওগাঁ প্রতনিধি:
উন্নত সেবা প্রদানের লক্ষ্যে নওগাঁ ডায়াবেটিকসমিতির ল্যাবরেটরীতে হুমোলাইজার ৩হাজার মডেলের মেশিন স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে শহরের পার-নওগাঁ ডায়াবেটিক সমিতির কার্যালয়ে মেশিনটির
উদ্বোধন করেন সমিতিরি সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এসময় আরো
উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস
সালাম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ন চন্দ্র
সাহা, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম নুরুন্নবী বুলবুল, মোল্লা মোতাহার উল
ইসলাম, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: এছাহাক আলী আকন্দ, মেডিক্যাল
অফিসার ডা: মাছুদ আলী দেওয়ান, সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও রোগী
সাধারন প্রমূখ।