নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ৫নং
ক ̈ানেল এলাকায় ̄’ানীয় এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের
ঘটনায় সোমবার সকালে ওই এলাকা থেকে পুলিশ ৩ লম্পটকে গ্রেফতার করেছে। এর
আগে, গত শনিবার রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারক…তরা হলেন,
গোলাকান্দাইল ৫নং ক ̈ানেল এলাকার আশরাফ মোল্লার ছেলে লিটন মোল্লা (২২), ব ̧রা
জেলার কাহালু থানার বগাইল এলাকার হেলাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৯) ও
মৌলভীবাজার এলাকার শ্রীম১⁄২ল থানার দিঘীরপাড় এলাকার মন্তাজ উদ্দিনের ছেলে
ইউসুফ (২৩)। ধর্ষিতার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ইসমাইল হোসেন জানান, ̄’ানীয় কর্ণগোপ এলাকার কোয়ালিটি ক ̈ান নামে
একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছে ওই নারী শ্রমিক। গত
শনিবার রাত ৯টার দিকে একটি অটোরিকশা যোগে নিজ বাড়ী গোলাকান্দাইলে
ফিরছিলেন তিনি। এসময় অটোরিকশাটি ̄’ানীয় সন্ত্রাসী রাজনসহ রাজন
বাহিনীর সদ ̈রা গতিরোধ করে। পরে অটোরিকশা চালক সুমনের স১ে⁄২ ওই নারী
শ্রমিকের প্রেমের সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেয় সন্ত্রাসীরা। এক পর্যায়ে
সন্ত্রাসীরা মটরসাইকেল যোগে জোরপুর্বক নারী শ্রমিককে উঠিয়ে নিয়ে যায়।
পরে একটি খোলা বাড়িতে নিয়ে সন্ত্রাসী রাজন ও তার এক সহকারী ওই শ্রমিককে
পালাμমে ধর্ষণ করে। এরপর রাজনসহ তার সহযোগিরা ইউসুফ, তরিকুল ও লিটন
মোল্লার হাতে ধর্ষণের শিকার শ্রমিককে বুঝিয়ে দেয়। এক পর্যায়ে তরিকুল ও
লিটনও ওই শ্রমিককে পালাμমে ধর্ষণ করে। ঘটনাটি রোববার রাতে ধর্ষিতাসহ তার
পরিবারের লোকজন থানা পুলিশে অবহিত করেন। পরে সোমবার সকালে পুলিশ
গোলাকান্দাইল ৫নং ক ̈ানেল এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিন লম্পটকে
গ্রেফতার করে। গ্রেফতারক…তরা গণধর্ষণের সত ̈তা ̄^ীকার করেছেন। মামলার
প্র ̄‘তি চলছে। গণধর্ষণের স১ে⁄২ জড়িত সন্ত্রাসী রাজনসহ তার সহযোগীকে
গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। ̄’ানীয় বাসিন্দারা জানান, রাজন
বাহিনীর কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। রাজনসহ এ বাহিনীর সদস ̈রা
একের পর এক হত ̈া, গণধর্ষণ, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ সন্ত্রাসী কর্মকান্ড
করে আসছে। একাধীবার রাজনসহ এ বাহিনীর সদস ̈দের আইনশৃংখলা বাহিনীর
সদস ̈রা জেলহাজতে পাঠায় কিন্তু বের হয়ে ফের অপরাধমুলক কর্মকান্ডের স১ে⁄২ জড়িয়ে
পড়ছে তারা।