রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি দক্ষিন বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হল- মোঃ রেজাউল করিম (৩৫), মোঃ মিজানুর রহমান (৪৫) ও মোঃ রবিউল ইসলাম (৩৩) । এ সময় তাদের নিকট থেকে ১৫ কেজি ৮০০ গ্রাম রুপা উদ্ধার করা হয়।ডিবি দক্ষিণ সূত্রে জানা যায়, গতকাল ২৪ অক্টোবর সোমবার বিকাল ১৬.১৫ টায় এসআই মোঃ ফিরোজ গাবতলী পর্বত সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু করা হয়েছে ।