রাজধানীতে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর স্বজনরা।
আজ শনিবার ডেমরার কোনাপাড়া এলাকার আল আমিন রোডের একটি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে দাবি স্বজনদের।
ওই ছাত্রীর নাম সুমাইয়া ইসলাম তামিরা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।
আজ বেলা ১১টার দিকে তামিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়া ইসলাম তামিরার মা সালমা বেগম জানান, ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে তিনি দেখতে পান তামিরা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা।
ফাহাদ নামের একটি ছেলের সাথে তামিরার প্রেমের সম্পর্ক ছিল জানিয়ে সালমা বেগম বলেন, ছেলেটি এখন কানাডায় থাকে। সকালে ফাহাদের সঙ্গে মোবাইলে ঝগড়ার রেশ ধরেই তামিরা আত্মহত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তামিরার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।