গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী মেজর জিয়া গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে এবং শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ আশ্রমে দুর্গা পূজা উপলক্ষে সুবিধা-বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজধানীর গুলশান হামলার প্রধান পরিকল্পনাকারী মেজর (অব.) জিয়া নজরদারিতে রয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। অনেকে ধরাও পড়েছেন। বাকিরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।
এদিকে, গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গি অভিযান নিয়মিত অভিযানেরই অংশ বলে জানান তিনি।