ঢাকাঃ রাজধানীর বিভিন্ন স্থান থেকে দুই নাইজেরিয়ানসহ অর্থ জালিয়াতি চক্রের পাঁচ ও প্রশ্ন ফাঁস চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
অর্থ জালিয়াত চক্রের সদস্যদের কাছ থেকে নগদ দশ লাখ টাকা জব্দ করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এতথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে চক্রটি অর্থ আত্মসাৎ করছে বলে ধারণা পুলিশের।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে মেডিকেলসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।