র্যাব জানায়, নব্য জেএমবি’র ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েক জঙ্গি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। শনিবার ভোর থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবের সদস্যরা। এ সময় থেমে থেমে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে জঙ্গিদের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এখনো বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।
এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে, শহরের পাতারটেক এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। তবে সেখানে এখনো পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে, টাঙ্গাইলের মির্জাঘাট এলাকায় র্যাবের অভিযানে সন্দেহভাজন ২ জঙ্গি নিহত হয়েছে। এ সময় র্যাবের ২ সদস্য আহত হয়েছে।