সিরাজগঞ্জে, মনিরুল ইসলাম নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে, সদর উপজেলার চক বয়রা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুর্গম চরের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে, হাসপাতাল মর্গে গিয়ে লাশ সনাক্ত করে স্বজনরা। গতকাল রাতে হত্যার পর দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মনিরুল ইসলাম পাশ্ববর্তী বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।