মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হিলি স্থলবন্দর পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

 

 

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

রাজস্ব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান গত বৃহস্পতিবার

সন্ধ্যায় দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে রাতে জেলা ও স্থানিয় প্রশাসন, বন্দরের বেসরকারি অপারেটর

পানামা হিলি পোর্টের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্টস, আমদানি-

রপ্তানিকারক ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিজিবি, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের

সাথে মতবিনিময় করেন।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের কনফারেন্স কক্ষে

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্ব

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য

রাখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, দিনাজপুর

জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের

অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, হিলি শুল্ক স্টেশনের সহকারি কমিশনার

ফখরুল আমিন চৌধুরী, পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, বাংলাহিলি

কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ,

সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক

গ্রুপের আহবায়ক হারুন উর রশীদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল

ইসলাম জাহিদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন,

সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং রূপকল্প ২০১৪

বাস্তবায়নে অর্থমন্ত্রীর তত্বাবধানে রাজস্ব আহরণ প্রক্রিয়া গতিশীল করতে কাজ

করছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় জীবনে রাজস্ব বান্ধব সংষ্কৃতি প্রতিষ্ঠা

করা হচ্ছে। তবে রাজস্ব বোর্ডের একার পক্ষে তা অর্জন করা সম্ভব নয়। সবাইকে

এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার দেশের বন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন

করছে। বন্দরগুলোর সমস্যা সমাধানে স্থানীয়ভাবে এবং সরকারের সংশ্লিষ্ট অন্যান্য

বিভাগ সেগুলো সমাধান করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451