রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘আমি এক নির্যাতিত মেয়ের বাবা’ ট্রাইব্যুনালে বদরুলের বিচার চাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

 

 

খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদরুল আলমের বিচারের দাবি জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।

মাসুক মিয়া বলেন, ‘আমি এক নির্যাতিত মেয়ের বাবা। গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করুন। দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদরুলের দৃষ্টান্তমূলক বিচার করা হোক।’

খাদিজার উপর নৃশংস হামলার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

তিনি বলেন, ‘আমাদের সবার সন্তান আছে। আপনার বা আমার মেয়ে কোথাও নির্যাতনের শিকার হোক, সেটা কেউই চাইবেন না। কোনো বাবা-মা চাইবেন না বুক খালি করে তার সন্তান চলে যাক। তাই বদরুলের বিচার হওয়া দরকার। কারণ, আর কোনো বদরুল দেখতে চাই না আমরা।’

খাদিজার বড় ভাই শাহীন আহমদ বলেন, ‘ঘটনার পর খাদিজার অবস্থা যতটা ক্রিটিক্যাল ছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি একটু ভালো। আশা করি, ভালো কিছু হবে।’

তিনি আরো বলেন, ‘বদরুল আলম যে কাজ করেছে, তা অত্যন্ত জঘন্য। আমরা এর বিচার দাবি করছি।’

গত সোমবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকেলে খাদিজার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এখন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে আছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার পরিবার বলছে, তার অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না। খাদিজার অবস্থা জানাতে চিকিৎসকরা আরো ২৪ ঘণ্টা সময় নিয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটসহ সারা দেশে আন্দোলন করছেন ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451