সাইফুল ইসলাম তালুকদার,চুনারুঘাট থেকেঃ
হবিগঞ্জের চুনারুঘাট সরকারী কলেজে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়,গত বুধবার এইচএসসি ১ম বর্ষ ও ২য় বর্ষ ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় ।
এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গনে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল ও যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে অন্তত ১২ জন আহত হয় ।
সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আহতদের মধ্যে আরিফ আহমেদ (২৪) ও সুহেল মিয়া (২৩) এর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
গুরুতর অবস্থায় বাকী ১০ জনকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সজিব (২২), তুহিন মিয়া (২০), ফরহাদ মিয়া (২০), সজিব উদ্দিন (১৮), শাহিনুর (১৮), তাহজিত (১৮), শাহিন (১৬), গিয়াস উদ্দিন (১৬), লিটন মিয়া (১৬), জালাল (১৬) ।