বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

পাথরঘাটার বাজারে রুপালি ইলিশ’ বাজার জমজমাট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৪১৬ বার পড়া হয়েছে

 

ইমরান হোসাইন, পাথরঘাটা,বরগুনা থেকে, গত বছরের তুলনায় এ বছর সাগরে পযাপ্ত ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে হাসি দেখা জাচ্ছে। অণ্য দিকে মাছের দাম কম থাকায় ক্রেতারাও পর্যাপ্ত মাছের চাহিদা মেটাতে পারছেন। বাংলাদেশের দ্বিতীয় বৃহতম মৎশ অবতরনকেন্দ্র বরগুনার পাথরঘাটা। গত ০১ তারিখ সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ব্যাস্ত সময় পার করছেন জেলেরা ও মৎস বাজারের শ্রমিকরা। এ সময় মাছ ধরার ট্রলার গুলকে সারিবদ্ধ ভাবে অবস্থান করতে দেখা গেছে। প্রতিটি ট্রলার থেকে ৩-৪জন স্রমিক মাছ বের করছে। এবং ঝুড়ি ভর্তি মাছ মাথায় করে অবতরনকেন্দ্রে নিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ মাছের গ্রেট বাছাই করছেন। অন্য দিকে বিক্রি কৃত মাছ প্যাকেটজাত করা হচ্ছে । সারিবদ্ধ ট্রাকে রুপালি ইলিশ তুলে দিতে আরেক দল শ্রমিক কাজ করছে। এ দিকে মাছের বাজার জমজমাট হওয়ায় ব্যাস্ত সময় পার করছেন বরফ কলের শ্রমিকরাও, সব মিলিয়ে বাজার যেন জমজমাট। এ সময় প্রথম গ্রেটের দাম ১৮-২০ হাজার টাকা ধরে ও এর ছোট ছাইছ ভিবিন্ন দামে বিক্রি করতে দেখা গেছে। যোগাযোগ ব্যাবস্থা ভাল থাকায় এই রুপালি ইলিশ চলে জাচ্ছে  রাজধানি ঢাকা সহ দেশের ভিবিন্ন স্থানে। আর এ বিষয় কথা হয়,পাথরঘাটা মৎস অবতরন কেন্দ্রের ঘাট স্রমিক ইউনিয়নের শভাপতি মোঃ মস্তাফিজুর রহমান সোহেল তিনি জানান, প্রাকৃর্তিক দুর্যোক ও জলদস্যুর আক্রমন কম থাকায় জেলেরা ভাল ভাবে মাছ ধরতে পারছে।এবং  অনেক বেশি মাছ ধরা পড়ায় জেলেরা তাদের পারিবারিক চাহিদা মেটাতে পারছেন। এদের রোযগারের মূল উৎস সমুদ্রের মাছ দরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451