ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০টি হিউম্যান হলার হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ কর্মকর্তা।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শুদ্ধস্বর (প্রকাশক আহমেদুর রশীদ টুটুল), দীপন, অভিজিৎ হত্যার বেশ কিছু আসামি গত এক মাসে কিন্তু আমরা ধরেছি। এবং বিজ্ঞ আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সন্ত্রাসী এবং জঙ্গিবাদ কার্যক্রম করে এ দেশের মাটিতে কেউ পার পাবে না। ইনশাল্লাহ সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এ ছাড়া বিভিন্ন সময়ে খুন হওয়া ব্লগার ও প্রকাশকদের হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে বলেও আশ্বাস দেন ডিএমপি কমিশনার। অভিজিৎ হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে বলেও জানান তিনি।