লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুরে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেন্ট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (পিপিএম) গ্রামের বাড়ি ও কেরোয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের এসপি মাহমুদুর রহমান সেলিমের মোল্যা বাড়ী ও কেরোয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক কোয়াটারে পৃথক এ ঘটনা ঘটে। এসময় এসপির বাবা হাজী মাওলানা আব্দুল কাদের (৭৫), মা আনোয়ারা বেগম (৬৫), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুফিয়া (৪৫), নাহার (৩৫) আহত হন।
এসপি মা আনোয়ারা বেগম জানান, রাত দেড়টার দিকে একদল মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ফটকের তালা কেটে ভেতরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। আমাদের বেঁধে মারধর করে। ডাকাতের সাবালের আগাতে স্বামীর ও আমার মাথা পাঠিয়ে দেয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এসময় পৃথক স্থান থেকে ৭-৮ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহাতাব উদ্দিন, ওসি লোকমান হোসেন, ওসি (ত) একেএম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রায়পুর থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।