সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সৌরভের অর্থের অভাবের চিকিৎসা হচ্ছে না। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ধামরাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া  পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা-তাপস-সেলিম : রাকিন আহমেদ এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা

স্মার্ট এনআইডি কার্ড বিতরণে অব্যবস্থাপনা, ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে
স্মার্ট(জাতীয় পরিচয়পত্র) কার্ড বিতরণের শুরুতেই কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ‘যান্ত্রিক জটিলতায়’ ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন সাধারণ নাগরিকরা।

সঠিক নির্দেশনা না পেয়ে নির্ধারিত এলাকার বাইরের লোকেরা যেমন বিতরণকেন্দ্রে ভিড় করেছেন, তেমনি আঙুলের ছাপ নিয়ে সফটওয়ারের জটিলতায় অনেককে ফিরে যেতে হয়ে স্মার্টকার্ড না নিয়েই।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কয়েকজন বিশিষ্টজনের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার পর সোমবার থেকে সাধারণ ভোটারদের মধ‌্যে উন্নতমানের এ জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।

সকাল ৯টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরায় এবং দক্ষিণ সিটি করপোরেশনের রমনা এলাকায় দুটি স্কুলে শুরু হয় স্মার্টকার্ড বিতরণ। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র ঘুরে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায় ভোটারদের কাছ থেকে।

সিদ্ধেশ্বরীতে কার্ড সংগ্রহ করতে আসা হামিদা গণি বলেন, “অনেক কষ্টে প্রায় এক ঘণ্টা পর কার্ড হাতে পেলাম। কাজে অনেক মিস ম্যানেজম্যান্ট, সমন্বয়ের অভাব।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মুর্শেদ বলেন, প্রথম দিন মানুষের ব্যাপক উৎসাহের কারণে সকালে বিতরণ কেন্দ্রে বেশ ভিড় ছিল। নির্ধারিত এলাকার বাইরের কিছু লোক ভুল করে কার্ড নিতে আসায় কিছুটা জটিলতাও হয়েছে।

“সফটওয়্যারের ত্রুটির কারণে কিছু ক্ষেত্রে স্মার্টকার্ড বাছাই করে তাদের হাতে তুলেও দেওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের আঙ্গুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নিয়ে রাখা হয়েছে। পরে এসে তারা কার্ড সংগ্রহ করতে পারবেন।

প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে ‘আরও সুচারুভাবে’ কাজ করা সম্ভব হবে বলে আশা করেন মিহির।

ইসি কর্মকর্তারা জানান, বয়স্ক নাগরিকদের অনেকের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ মেলাতে সমস‌্যা হচ্ছে। সে ক্ষেত্রে আঙ্গুলের ছাপ না নিয়েই কাজ এগিয়ে নিতে হচ্ছে।

সকালের দিকে উপচে পড়া ভিড় থাকলেও দুপুরের পর থেকে লোকজনের উপস্থিতি কমতে থাকে। বেলা ২টার পরে উত্তরা হাই স্কুল কেন্দ্রে স্মার্টকার্ড নিতে আসেন সামরিক কর্মকর্তা জহিরুল ইসলাম।

দশ আঙ্গুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার পর তার স্মার্টকার্ডটি কোথায় রয়েছে খুঁজে পেলেন না দায়িত্বরত অপারেটর।

এ বিষয়ে অপারেটর কামরুল হাসান বলেন, “আমরা উনার ঠিকানা ও যোগাযোগের ফোন নম্বর রেখেছি। কার্ড কোন বক্সে সাজানো রয়েছে তা কারিগরি ত্রুটির কারণে সনাক্ত করতে পারিনি। আমাদের টেবিলে এ রকম ১১টি ঘটনা ঘটেছে।”

বিষয়টি বিতরণ কেন্দ্রের টেকনিক্যাল এক্সপার্ট ফয়সাল মোহাম্মদ শাহনেওয়াজকে জানালে তিনি বলেন, ওই কেন্দ্রে প্রায় চার হাজার কার্ড রয়েছে। বেলা ২টা পর্যন্ত ২৫ জন অপারেটর ৭০০ কার্ড বিতরণ করতে পেরেছেন।

“সবার স্মার্টকার্ড বিতরণ কেন্দ্রে এসেছে কিনা তা যাছাই বাছাই করা হচ্ছে। কারিগরি ত্রুটি ও লোকবল সঙ্কটের কারণে এমনটি হচ্ছে কিনা- তাও খুঁজে দেখা হচ্ছে।”

বিকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের নাসরীন হক কার্ড নিতে এসে জানতে পারেন, ওই কেন্দ্রে কেবল ১ ও ২ নম্বর সেক্টরের কার্ড বিতরণ করা হচ্ছে।

“কখন কোথায় কার কার্ড বিতরণ হবে তার প্রচার ভালোভাবে হয়নি। আমি কার্ড কবে পাব তাও জানতে পারিনি,” ক্ষোভের সঙ্গে বলেন নাসরীন।

সকাল ১১টায় কেন্দ্রে এসে এক ঘণ্টা অপেক্ষার পর কার্ড পান উত্তরার বাসিন্দা জাকিরুল ইসলাম। পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ২০ মিনিট লাগে তার।

উত্তরার থানা নির্বাচনী কর্মকর্তা মো. শাহ জালাল বলেন, “বিতরণ কাজের শুরুতেই ব্যাপক জনসমাগম ও কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিঘ্ন হয়েছে। আগামীকাল থেকে সব কিছু ঠিকঠাকভাবে চলবে বলে আশা করা যায়।”

সকালে কেন্দ্রে এসে আঙ্গুলের ছাপ দিয়েও স্মার্ট কার্ড পাননি ডা. সালাউদ্দিন আহমদ ও নুজহাত সুলতানা। পরে বিকালে তারা কার্ড হাতে পান।

সামনের দিনগুলোতে প্রত‌্যেককে ৭/৮ মিনিটের মধ্যে কার্ড দেওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন ইসি কর্মকর্তা শাহ জালাল।

জামাল উদ্দিন নামে এক ব্যক্তি জানান, বিকালে তিনি মাত্র ১০ মিনিটের মধ্যে কার্ড সংগ্রহ করতে পেরেছেন।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে কার্ড সংগ্রহ করতে আসা ফৌজিয়া হক বলেন, “আমার পরিবারে সাতজন একই সাথে ভোটার আইডি কার্ডের আবেদন করেছেন। কিন্তু স্মার্টকার্ড পাওয়া গেল তিনজনের।

মো. হালিম খান তুহিন নামে আরেকজন বলেন, “স্মার্ট কার্ড পেয়েছি, কিন্তু বাবার নাম ভুল। বিষয়টি কাকে জানাব বুঝতে পারছি না।”

অবশ্য মীরা রানী ঘোষ ‘খুব সুন্দরভাবে’ কার্ড পাওয়ার অভিজ্ঞতার কথা জানান।

সিদ্ধেশ্বরীতে নির্বাচন কমিশনের কারিগরি বিভাগের কর্মী খান মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, আঙ্গুলে কাটা দাগ থাকলে, ভারী কাজ করতে করতে আঙ্গুলের রেখা মুছে গেলে এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ নিয়ে সমস্যা হচ্ছে। অনেকের হচ্ছে, তবে সবার হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451