ঠাকুরগাঁও প্রতিনিধি: অপারেশন থিয়েটারের সিলিং
লাইট নষ্টের অজুহাতে শৈল চিকিৎসা বন্ধ রয়েছে
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। সড়ক
দূর্ঘটনায় আহত ও সিজারিয়ান সহ বিভিন্ন জটিল
রোগে আক্রান্তরা এখন চিকিৎসা নিতে যাচ্ছে
দিনাজপুর ও রংপুরে।
হাসপাতাল সুত্রে জানা গেছে অপারেশন থিয়েটারের
সিলিং লাইট ফিউজ হওয়ায় প্রায় দেড় মাস ধরে এই
হাসপাতালে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে প্রসুতি
ও সড়ক এবং বিভিন্ন দুর্ঘটনায় আহতরা চিকিৎসা
থেকে বঞ্চিত হচ্ছে। সামান্য আয়ের লোক জন দিশে হারা
হয়ে পড়েছে। গত সাত দিন আগে সদর উপজেলার
খোচাবাড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় আহতরা এ
হাসপাতালে চিকিৎসা পায়নি বলে জগন্নাথ পুর
ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গনেশ চন্দ্র রায়
অভিযোগ করেছেন। একই সুরে অভিযোগ করে বলেন
বালিয়াডাঙ্গী উপজেলার স্কুলের হাট গ্রামের শরিফুল
ইসলাম তার ভাইয়ের স্ত্রী নুর নেহার এ হাসপাতালে ভর্তি
হয়েছিল। কিন্তু অপারেশন থিয়েটারের লাইট নষ্ট হওয়ার
অজুহাতে তার ভাইয়ের স্ত্রী চিকিৎসা পায়নি। তিনি
জানান পরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
সার্জারি বিভাগের চিকিৎসক ডা.শুভেন্দু রায় এ
বিষয়টি নিশ্চিত করে বলেন ছ্ধোসঢ়;ট খাটো চিকিৎসা
দেয়া হচ্ছে তবে বড় বা জটিল রোগের অপারেশন বন্ধ
রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আব্দুর
জব্বার বলেন ওটির সিলিং লাইটের মেরামতের বিষয়ে
সিভিল সার্জনকে জানানো হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.এহসানুল
করিম বলেন উর্ধতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো
হয়েছে।