শুভ ঘোষ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঃ
মুন্সীগঞ্জে বিজ্রের রেলিং
ভেঙ্গে মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে। জালাল উদ্দিন রাজন (১৯) নামের
একজন নিখোঁজ । শুক্রবার দিবাগত গর্ভির রাত ২ টার দিকে
ঢাকা থেকে মুন্সীগঞ্জ গামী মাইক্রোবাসটি মুক্তারপুর বিজ্রের
টোল প্লাজায় টোল দেয়ার পরে চালককে নামিয়ে দিয়ে
গাড়িটি চালায় মালিক নিজেই। পরে সে নিয়ন্ত্রন হারিয়ে
বিজ্রের রেলিং ভেঙ্গে ধলেশ্বরী নদীর গভির পানিতে পড়ে গেলে এ
দূঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির মালিক জালাল উদ্দিন রাজন
মুক্তারপুর ব্রিজে ঘটনায় রাতেই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের
ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে সাময়িক
বিরতি দিয়ে আজ শনিবার সকাল ৮ টা থেকে পুনরায় উদ্ধার কাজ
শুরু করেছে। সকাল ৯টার দিকে গাড়িটির সনাক্ত কওে মাঝ নদীতে
ব্রিজের খুটির সাতে বেধে রাখা হয়েছে। তবে গাড়ির মধ্যে
কোন লাশ নাই বলে জানিয়েছেনফাযার সার্ভিস কর্মকর্তারা।
নিখোজ জালাল উদ্দিন রাজনের স্বজনরা দুর্ঘটনা স্থলে ভীড় করছে।
ইতো মধ্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি সনাক্ত করা হয়েছে বলে
জানিয়েছে ফায়ার সাভির্স উপ-পরিচালক মোঃ আসদ। গাড়ির
মধ্যে কোন লাশ না থাকায় আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি
চালাচ্ছে ফায়ার সার্ভিস।তি নি আরো জানান গাড়িটির
মধ্যে কোন লাশ নাই। তবে যতক্ষন পর্যন্ত নিখোজ ব্যাক্তিকে না
পাওয়া যাবে তক্ষন পর্যন্ত উদ্ধার কাজ অব্যহত থাকবে।
অপর দিকে নিখোজের স্বজনরা দুর্ঘটনা স্থলে এসে নিজেস্ব
ট্রলার নিয়ে নিখোজ ব্যাক্তিকে খুজে ফিরছেন।এলাকাবাসী
ধলেশ্বরী পাড়ে ভীড় জমাচ্ছেন।