শরিফুল ইসলাম নড়াইল থেকে ঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খলিশাখালী সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়।
কাদাপানির মধ্যে চলতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ছে কোমলমতি ছাত্র-
ছাত্রীরা। বৃষ্টি হলে দেড়শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যালয়র উপস্থিত হয় ।
মাঠে বালি ভরাটের জন্য সর্বত্র আবেদন করে কোথাও মেলেনি বরাদ্দ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের গত মেয়াদে
সুসজ্জিত এ ভবন নির্মান করা হয়। কিন্তু বিদ্যালয়ের পশ্চিম পাশ
দিয়ে লোহাগড়া-বড়দিয়া-মহাজন সড়ক ও দক্ষিন পাশ দিয়ে গ্রাম্য
আধা পাকা রাস্তার কারনে সামান্য বৃষ্টিতেই পানি জমে মাঠ
তলিয়ে যায়। মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজে কোমলমতি
শিশুরা প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীরা ঠান্ডা কাশি
জ্বরসহ নানা জটিল রোগে আক্রান্ত হ”্ধসেঢ়;ছ। বিদ্যালয়ের ছাত্রী
আয়মা নওশিন ব্যিালয়ের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজে
অসুস্থ্য হয়ে ঢাকা শিশু হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসাধীন
থাকে। অথচ বিদ্যালয়টি উপজেলা প্রশাসনের ১ কিলোমিটারের
মধ্যে অবস্থিত হলেও ৬/৭ বছর ধরে মাঠে বালি ভরাটের কোন উদ্যোগ
নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আবু
আব্দুল্লাহ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জেলা প্রশাসক, জেলা পরিষদ
প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ,
উপজেলা শিক্ষা অফিসে লিখিত আবেদন করেও কোন ফল হয়নি। ফলে
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী বিদ্যালয়ের মাঠে
বালি ভরাট ও শিশুদের দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য প্রধান মন্ত্রীর
হস্তক্ষেপ কামনা করেছেন।