প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের ৩৬তম
প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার ব্যাটালিয়ন সদর দপ্তরে আড়ম্বর অনুষ্ঠানের
মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলীর
সভাপতিত্বে এবং উপ-অধিনায়ক মেজর একেএম হাসিবুল হোসেন নবী’র
সঞ্চালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির
হোসেন (পিবিজিএমএস)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ৪২
বিজিবি ব্যটালিয়নের উপ-অধিনায়ক মেজর হান্নান খান ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. এহেতেশাম রেজা।
পরে প্রধান অতিথি বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল
মো. জাকির হোসেন (পিবিজিএমএস) পদস্থ কর্মকর্তা ও বিজিবি
সিপাহীদের নিয়ে ২৯ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটির
সূচনা করেন।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,
সুধিজনসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।