হেলাল শেখ ঢাকা ঃ
রাজধানীর মহাখালী থেকে দুর্নীতি মামলায় কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক
নৌবাহিনীর কমান্ডার (অব…) সফিক-উর রহমানকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন
কমিশন (দুদক)।
এ ব্যাপারে দুদকের সচিব আবু মোঃ মোস্তফা কামাল সাংবাদিকদেরকে বলেন, বুধবার
দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিও এইচএসের বাসা থেকে
সফিক-উর- রহমানকে গ্রেফতার করেছে দুদক। মি. কামাল জানান, কোস্ট গার্ডের প্রায়
১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে সাড়ে সাত কোটি
টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-
রহমানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে ক্যান্টমেন্ট থানায়। নিয়মানুযায়ী ওই গম বিক্রির
সুযোগ ছিলো না। কিন্তু কোস্ট গার্ডের তৎকালীন এ মহাপরিচালক সফিক-উর- রহমান ওই
গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। ওই কমিটি ৫ টাকা কেজি দরে গম বিক্রি
করে। অথচ ওই সময় গমের বাজার মুল্য ছিলো প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা।এ ভাবে
অভিযুক্তরা ৭ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাৎ করে।