শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পরীক্ষার মান বন্টন এ পরির্বতন আনায় ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

 

 

 

 

 

thakurgaon-student-oborodh-news-pic-2ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার মান বন্টন এ

পরির্বতন আনায় ছাত্র ছাত্রী রাস্তা অবরোধ “আমার গিনিপিগ নই

য়ে আমাদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে” বলে পরীক্ষার মান

বন্টনে পরির্বতন আনায় জেলার সকল স্কুলের ছাত্র ছাত্রী মানববন্ধন ও

রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে । বুধবার বেলা ১১ টায়

ঠাকুরগাওর চৌরাস্তায় জেলার শহরের বিাভন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম

শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসুচি পালন করে।

শিক্ষার্থীদের জানান বর্তমান পরীক্ষার পদ্ধতি ৪০ মিনিটে

৪০নাম্বরের বহুনির্বাচনী ও ২ ঘন্টা ১০মিনিটে ৬০ নম্বরের ৬টি

সৃজনশীল প্রশ্নের উত্তর দেবার প্রচলন রয়েছে।

শিক্ষার্থীরা আরো জানান এমনিতেই ২ ঘন্টা ১০ মিনিটে ৬টি

সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আমাদেরর পক্ষে সম্ভব নয়।

সেখানে ২.৩০ মিনিট ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবার পক্ষে যে

সিন্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা মেনে নিবোনা । প্রতি বছরে

বিষয় বাড়াছে তার উপর পরীক্ষার ব্যবস্থার এরূপ পরির্বতন আমাদেরকে

দিশেহারা করে তুলেছে। এই সময় ঠাকুরগাঁওয়ের সকল স্কুলের

শিক্ষার্থীরা মানববন্ধন ও রাস্তা অবরোধে অংশ গ্রহণ করেন ।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবোরোধ চলাকালীন সময়ে শহরের

যানযটের সৃষ্টি হয় ।

পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার লালনশা

বাপ্পি, শিক্ষার্থীদের মাঝে এসে আসস্থ্য করার জেলা প্রশাসকের

হাতে স্বারকলিপি তুলেদেন । পরে শিক্ষাথীরা অবরোধ কর্মসূচি

প্রত্যাহার করে নেয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451