সোহেল রানা,(হিলি) প্রতিনিধি[পাচঁবিবি থেকে ফিরে]:জয়পুরহাট জেলার
পাচঁবিবি উপজেলার আটাপাড়া রেলগেট সীমান্ত অদুরে এলাকা থেকে দুই কেজি সোনা
সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।যার
আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা।আটককৃত সামসুর আলম(৪৮)হলেন
পাচঁবিবি উপজেলার ধরন্জী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে।জয়পুরহাট-২০ এর
পরিচালক কর্ণেল মোস্তাফিজুর জানান,আজ মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায়
পাচঁবিবি আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন খবর
আসে হিলি বাসুদেবপুর বিজিবি ক্যাম্পে।এসময় ক্যাম্পের ন্যান্স নায়েক নুরুল
ইসলামে নেতৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলগেটে অবস্থান নেন।এর কিছুক্ষণ
পর মটর সাইকেল(জয়পুরহাট-হ-১২-৪৪৪১) নিয়ে আটককৃত ব্যক্তি বিজিবির কাছাকাছি
এলে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক করার পরে তাকে জিঙ্গাসাবাদ করলে
খরচের ব্যাগে সোনা রাখার কথা স্বীকার করেন ঐ ব্যক্তি।তারপর খরচের ব্যাগ
থেকে সোনা উদ্ধার করে বিজিবি এবং তাকে সাথে সাথে আটক করা হয়। এই রিপোর্ট
লেখা পযর্ন্ত এই বিষয়ে কোন মামলা দায়ের করা হয় নি।