শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালায় শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণব ঘোষ বাবলুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের

উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু আসন্ন শারদীয় দূর্গা উৎসবের সার্বিক

পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।

রোববার বিকালে তালা উপশহরের নিজস্ব অফিস কক্ষে তিনি তালায় কর্মরত সাংবাদিকদের

সাথে মত বিনিময় সভায় মিলিত হন।

প্রণব ঘোষ বাবলু বলেন,এবছর তালা উপজেলার ১৭৮টি পূজা মন্ডপে সার্বজনিন ভাবে

পূজা উদযাপন হবে। এর মধ্যে উপজেলার ধানদিয়া ইউনিয়নে ১৫টি, নগরঘাটা ইউনিয়নে

৯টি,সরুলিয়া ইউনিয়নে ১৮টি, কুমিরা ইউনিয়নে ১৩টি, তেঁতুলিয়া ইউনিয়নে

৮টি, তালা সদর ইউনিয়নে ২০টি, ইসলামকাটী ইউনিয়নে ১৮টি, মাগুরা ইউনিয়নে

১০টি, খলিশখালী ইউনিয়নে ২১টি, খেশরা ইউনিয়নে ১৩টি, জালালপুর ইউনিয়নে

১৩টি এবং খলিলনগর ইউনিয়নে ২০টি পূজা মন্ডপ রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পুরোহিত হত্যা ও

জঙ্গিবাদের উত্থানের কারনে অনেক পূজা কমিটি দূর্গা পূজা করতে অনিহা প্রকাশ

করলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদ বিরোধি পদক্ষেপ, প্রশাসনের এবং

পূজা উদযাপন পরিষদের আশ্বাসের উপর আস্থা রেখে সকল পূজা কমিটি যথাযোগ্য

মর্যাদা ও সাড়ম্বরের সহিত দূর্গাৎসব পালনের প্রস্তুতি গ্রহন করেছে। আর এজন্য তিনি

প্রশাসনের নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালা উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি হলেও জঙ্গিবাদের অপতৎপরতা, পূজা

মন্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় এবং অনেক স্থানে গুরুত্বপূর্ন রাস্তার পাশে পূজা মন্ডপ

স্থাপিত হওয়ায় তিনি- মুড়াগাছা পূজা মন্ডপ, নলকুড়া পূজা মন্ডপ, নগরঘাটা রথখোলা

পূজা মন্ডপ, পার কুমিরা হরিসভা পূজা মন্ডপ, পাটকেলঘাটা বলফিল্ড পূজা মন্ডপ, কুমিরা

বাসস্ট্যান্ড পূজা মন্ডপ, তালা বাজার পূজা মন্ডপ, তালা মেলা বাজার পূজা মন্ডপ, মাঝিয়াড়া

মহাশ্বশ্মান পূজা মন্ডপ, গোপালপুর ময়রাঘাটা পূজা মন্ডপ, ইসলামকাটী হরিতলা পূজা

মন্ডপ, সুজনসাহা বাজার পূজা মন্ডপ, দলুয়া বাজার পূজা মন্ডপ, তেঘরিয়া পূজা মন্ডপ,

কানাইদিয়া মধ্যপাড়া পূজা মন্ডপ ও মহান্দি দাসপাড়া পূজা মন্ডপকে ঝুকিপূর্ন বলে

আখ্যায়িত করেছেন।

তিনি তালার পূজা মন্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের

সু-দৃষ্টি কামনা করেছেন। এছাড়া পূজা চলাকালিন সময়ে অধিক ঝুকিপূর্ন পূজা

মন্ডপ গুলোতে পুলিশী টহল জোরদার করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহবান জানান।

তাছাড়া পূজা চলাকালে প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য

সকল পূজা মন্ডপে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য সংশ্লিষ্ট মন্ডপ কমিটির

নেতৃবৃন্দকে আহবান জানান।

প্রণব ঘোষ বলেন, তালা উপজেলায় জি.আর এর চাল এবং হিন্দু কল্যাণ ট্রাষ্টের বরাদ্দ কম।

এতে করে পূজা উদযাপন করতে যেয়ে সংশ্লিষ্টদের ভোগান্তি পেতে হয়। এজন্য তালা

উপজেলার পূজা মন্ডপগুলোর অনুকূলে অন্যবারের তুলনায় এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবী

জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451