মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী বাজার পয়েন্টে আত্রাই নদীতে একটি সেতুর
অভাবে লক্ষাধিক মানুষ দুর্ভোগ নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছে। স্বাধীনতার পর থেকেই
ওই পয়েন্টে সেতু নির্মাণে এলাকাবাসীর দাবী অপেক্ষিত হয়ে আসছে। ৪০ বছর ধরে সেতু
নির্মান না হওয়ায় শিক্ষার্থীরা যেমন চরম দুর্ভোগে রয়েছে তেমনি এলাকাবাসী তাদের
উৎপাদিত কৃষি ফসল নিয়ে পড়েছে বিপাকে। সময় মত চিকিৎসা সেবাও নিতে পারছেনা।
সরেজমিন গিয়ে দেখা যায়- খেয়া ঘাটে পার হবার জন্য শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে
আছে। নৌকা ডুবে যাবার আশঙ্কায় উঠতে পারেনা অনেকে। বসে থাকতে হয় দীর্ঘ সময়।
খেয়ার নৌকা কানায় কানায় পূর্ণ। অনেক সময় নৌকা ডুবে প্রানহানীর মতো ঘটনা
ঘটতে দেখা যায়। তার পরেও জীবনের তাগিদে নদী পারাপার হতে হয়।
ওই খেয়াঘাটের মাঝি সাদেক আলী বলেন- ৩৫ বছর লোক পারাপার করছি। মানুষের দুর্ভোগের
শেষ নেই। চলনবিলের একাংশের মানুষ এ ঘাটে পারাপার হয়। এখানে ব্রীজ না থাকায় আধা
ঘন্টার রাস্তা চলাচলে দুই ঘন্টা সময় লাগে। ভোট এলে নেতারা বলেন- নির্বাচনের পর সেতু
নির্মান হবে কিন্তু আজও নির্মান হলোনা সেতুটি।
এলাকাবাসী জানান- রাত আটটার পর নদী পারাপারের কোন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ
পোহাতে হয়। ব্রীজটির জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। এতে এলাকার
মানুষ অনেকটাই হতাশ। ব্রীজটি এলাকাবাসীর একমাত্র প্রানের দাবি হয়ে পড়েছে।
স্থানীয় বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন- বর্তমান ডিজিটাল যুগে
হাইলের নৌকায় মানুষ পারাপার খুবই দুঃখজনক। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে চলনবিলের
পিছিয়ে পড়া মানুষের জীবন মানের উন্নয়নের জন্য ব্রীজটি নির্মানের জোড় দাবি
জানাচ্ছি।
এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন- সাবগাড়ী বাজার
পয়েন্টে সেতু নির্মানের জন্য বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের আওতায় এমপি সাহেবের
মাধ্যমে উন্নয়ন প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।