সোহেল রানা,(হিলি) স্থলবন্দর প্রতিনিধি:হিলিতে ভারত থেকে আমদানী করা
কাচাঁ মরিচ প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা পাইকারী দরে বিক্রি হচ্চে।ঈদের
আগে যা বিক্রি হচ্ছিল ৮০ থেকে ৯০টাকা দরে।কাচাঁ মরিচ আমদানীকৃত
ব্যবসায়ীরা জানান,হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচের আমদানী বেড়ে যাওয়ায়
এর দাম অনেক কমেছে। হিলি স্থলবন্দর আমদানী ও রফতানী গ্রুপের সভাপতি
হারুন ঊর রশিদ বলেন,অতি বৃষ্টি ও বন্যার কারনে দেশের উত্তর ও দক্ষিন
অন্চলের কাচাঁ মরিচ উৎপাদনশীল এলাকা মেহেরপুর ও ঝিনাইদহ ক্ষেতগুলোর কাচাঁ
মরিচ নষ্ট হয়ে যায়।এতে কাচাঁ মরিচের চাহিদা পূরনে জন্য ভারত থেকে কাচাঁ
মরিচ আমদানী করা হচ্ছে।স্থানভেদে প্রতি কেজি কাচাঁ মরিচ ২০০থেকে ৩০০ টাকা
দরে কিনতে হয়েছে।আমদানীর কারনে ইতিমধৌ দেশের বাজারে এর দাম কমতে শুরু
করেছে।বতর্মানে ভারত থেকে প্রতি টন কাচাঁ মরিচ ২০০থেকে২৫০ মার্কিন ডলার
মূল্যে আমদানী করা হচ্ছে।যা বাংলা বাজারে প্রতি কেজি পাইকারীতে বিক্রি
হচ্ছে ৫০থেকে ৫৫টাকা দরে।হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়,পূর্বে এই বন্দর
দিয়ে ভারত থেকে কাচাঁ মরিচ আমদানী করা হতো না। দেশে বাজারে কাচাঁ মরিচের
চাহিদা বাড়ার ফলে চলতি সেপ্টেম্বর মাস থেকে কাচাঁ মরিচের আমদানী শুরু
হয়েছে