সোহেল রানা,হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলায়
হিলি সীমান্তে পৃথক দুইটি অভিযান চালিয়ে ৩ কেজি গাজাঁ ও ৫০ বোতল
ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব_৫ এর সদস্যরা। যার্ব_৫
থেকে জানা যায়,শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এবং রাত ৮টায় গোপন
সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব এর অধিনায়ক মেজর হাসান আরাফাত এর
নেতৃত্বে পৃথক দুইটি অভিযান চালিয়ে হিলি সীমান্তের মধ্যবাসুদেব পুর ও
নওপাড়া এলাকা থেকে উল্লেখিত ঐসব মাদকসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,মধ্যবাসুদেবপুর এলাকার মৃত জয়নব আলীর ছেলে শেখ সহিদ(৬৫) এবং
নওপাড়া গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে রজব আলী (৪৫)। আটকৃতদের বিরুদ্ধে
মাদকদ্রব্য আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।